রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপ নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচনের মধ্য দিয়ে তাদের করপোরেট যাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। আধুনিক ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানটির উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও ডিজিটাল রূপান্তরের প্রতীক হিসেবেই এই নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে নতুন লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, ডেপুটি সিইও তাবিথ আউয়াল, পরিচালক তাজওয়ার এম আউয়াল এবং পরিচালক তাফসির আউয়াল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাল তীর সিড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আনমসহ মাল্টিমোড গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন লোগো মাল্টিমোড গ্রুপের উদ্যম, বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যতচিন্তাকে প্রতিফলিত করে। পাশাপাশি, নবনির্মিত ওয়েবসাইটটিতে গ্রাহক ও অংশীদারদের জন্য সহজ ও ব্যবহারবান্ধব ইন্টারফেস রাখা হয়েছে, যাতে এক নজরে পাওয়া যাবে কোম্পানির সব অঙ্গপ্রতিষ্ঠান ও সেবার বিস্তারিত তথ্য।
গ্রুপের কর্মকর্তারা জানান, নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে মাল্টিমোড গ্রুপ তাদের ব্র্যান্ড ইমেজকে আরও আধুনিক, প্রাণবন্ত ও প্রযুক্তিনির্ভর রূপে উপস্থাপন করতে চায়। প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ গ্রাহকসেবা ও করপোরেট যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে মাল্টিমোড গ্রুপের গৌরবময় ইতিহাস ও অগ্রগতির পথচলা তুলে ধরা হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটির স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের শেষপর্বে একটি বিশাল কেক কেটে উন্মোচন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/আরকে