‘প্রেমের অভাবে মন শুকিয়ে যায় / চুমুর অভাবে ঠোঁট শুকিয়ে যায়’
সাফিনা আক্তার: ৩০শে অক্টোবর ১৯৮৫ সালে ঢাকার মিরপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা: মধুমিয়া মাদবার ছিলেন স্বনামধন্য একজন পুঁথিলেখক ও পাঠক। মা : রূপবান বিবি ছিলেন সুফিসাধক ও সমাজসেবী।
সাফিনা আক্তার দ্বিতীয় দশকে লেখালেখি শুরু করেন। বর্তমানে নিজেকে উপস্থাপন করেছেন একজন ব্যতিক্রমী কবি হিসেবে।সম্পাদনা করেছেন একাধিক লিটলম্যাগ। যৌথ ভাবে সম্পাদনা করেছেন : ঢোল। একক সম্পাদনা : কবিকথন।
প্রকাশিত কাব্যগ্রন্থ: স্বপ্ন মুখর বসবাস-- ২০১১ গ্রন্থমেলা। জলমহল ---২০১৭ বৈশাখ। পরবাসী পাখি --২০১৯ গ্রন্থমেলা। বৈষয়িক জলপূরণ-- ২০২১ গ্রন্থমেলা।
ভুলে থাকা পাপ (এ সিরিজ পয়েট্রি বুক অব লেসবিয়ানিজম)--২০২২ গ্রন্থমেলা। ডাঙায় নীলপদ্ম (পরকীয়া কাব্যসমগ্র) ২০২৩ ডিসেম্বর।
মেঘ
দেখো, প্রিয় তপ্ত বৈশাখ জ্বলে পুড়ে
গলে গলে পড়ছে আঙিনায়
অথচ তুমি এলে না এক খণ্ড প্রান্তিক শীতল মেঘ।
আমিও করতলে তোমার
নেচে উঠতে পারতাম মোমের পুতুল;
ছলাৎ জল রিমঝিম!
মনে হয় কঠিন একখান ক্রাশ খেয়েছি।
ভরা পূর্ণিমা
জোয়ারে ভাসছে উজান স্রোত
বাতাসে তৃষ্ণায় শুকিয়ে গেছে জল
ও মাঝি পূর্ণ চাঁদে জোছনা আলো,
যদি তুমি পথ হারিয়ে যাও
তবে একবার না হয় ভুলে গেলে
তীরে কোনো কালে ছিলো তোমার ঘর