| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর—এর কবিতা

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 20043 বার পঠিত
মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর—এর কবিতা
ছবির ক্যাপশন: কবি মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর

মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর: কবি ও প্রাবন্ধিক। কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার তিতাস পাড়ের ছোট্ট গ্রাম বাহেরচরে ৮ জানুয়ারি ১৯৫৯ সালে  জন্ম নেন। (সনদের জন্মদিন : ২২ অক্টোবর ১৯৬১) শিক্ষা: এমএ( বাংলা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২১ তম ব্যাচ) সাংবাদিকতা: দৈনিক আজকের কাগজ, আমাদের সময়, দৈনিক ডেসটিনি, আমাদের অর্থনীতি,  ভোরের পাতা, The Bangladesh Observer

বর্তমানে দৈনিক  বায়ান্ন,  সবুজ বাংলা ও নতুন সময়ে কর্মরত। অন লাইন নিউজ 


বিমূর্ত


রঙধনুর  রঙের সাথে 

মনের রঙ কি আদৌ বদলায়? 

অমন গভীরে যাইনি কখনো

হয়তো বা বদলায়


সবুজের ছোঁয়ায় হয়তো

রঙিন হয় মাঠ

হৃদয় জমিনে কী তা

হয়  কখনো ব্যাপ্ত?

হয়তো হয়

 নীলে আকাশ হয়

আরো উজ্জ্বল

সাগরের জলরাশিতে তা 

আরো স্পষ্ট

তোমার পুষে রাখা কষ্টগুলো 

কালো অন্ধকারে ঠাসা

কোনো আলোক রশ্মি

পৌঁছে না অতল গহ্বরে


অযথা নিজেই পুড়ে মরো অজান্তে

বেদনার গুমোট আকাশে

ছোপ ছোপ নীলে আঁকো 

যেন-

বিমূর্ত জলছবি


তবুও পাল্টে ফেলি

জীবনের রঙ

ভাবিনি কখনো

মেঘের রঙের মতো

হবে কি না জীবন 

রঙিন আবার।

কৃষ্ণচূড়ার আগুন রঙে

রঙিন হবে কি না

কে জানে?

শুধু এটুকু জানি

মেঘের অনেক রঙ আছে

সে মেঘ তুমি নও তো!


প্রতীক্ষা

         

প্রতীক্ষার প্রহরের নেই  অবসান

যেনো ধূ ধূ মরুচর

আশার মরীচিকা।

কখন আসবে কবি!

কখন শোনাবে অমর সঙ্গীত?

নিমেষে ঝলকে উঠবে সুর লহরী

আছড়ে পড়বে সমুদ্র তটে

জাগাবে তৃষিত হৃদয়ে

ঝংকৃত সুরধ্বনি।


উত্তাল ঊর্মিমালার ভাঁজে ভাঁজে 

ঝাউবনের ছায়াবীথি কাকে খোঁজে

কৌতূহলী হয়ে! 

তিমির কুন্তলা এলোকেশী

মোহময়ী রূপের অতলে

তব শাড়ির আঁচলে

সমুদ্র হাওয়া লুকোচুরি খেলে

পর্বতের সবুজ  স্তনযুগল শৃঙ্গে

দেয় দোলা আলতো করে

শিহরণ জাগায় বৃক্ষলতায় পত্রপল্লবে

শিহরিত নব স্পন্দনে স্পন্দিত তনু

আলোড়িত মনের মুকুর।

সমুদ্র স্নানে চলে জলকেলি অবিরাম

ফোঁটা ফোঁটা মিহি মুক্তোঝরানো জল 

নেমে যায় চিবুক গড়িয়ে সুগভীর নাভিমূলে।

নির্মল আনন্দে চোখ বুঁজে আসে

সবুজ লতার মতো জড়িয়ে ধরে 

একে-অপরে 

লেপ্টে থাকে বৃক্ষরূপ সুডৌল কোমল দেহ।

কী  অবচেতনে  চেতনা হারায় 

মধুময় স্পর্শের মোহনমায়ায়।।

ঝাঁকুনি দেয় শিরা উপশিরায়

উষ্ণতা ছড়ায় সহসা।

আকণ্ঠ পানে অমৃতসুধা 

পরিতৃপ্ত অলি মধুবনে।।

আলিঙ্গনে পায় সুখ

মুগ্ধতা ছড়ায়

 পরম মমতার দৃঢ় বন্ধনে।।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪