তিস্তা আমার তিস্তা
হৃদয়ে অতল বেদনা সকল
দু’চোখে বইছে ধারা
বাঁধার প্রাচীর কারা।
রুদ্ধ জলের আঘাতে আঘাতে
ঝঞ্ঝা মুখর জলধি
ফুঁসে ওঠে নদী
ভেঙে পড়ে জল
রোদসী কাঁদছে তারই কল্লোল
শুনতে পাওনা কবি?
আমি নরাধম আঁকতে বসেছি ছবি।
জীবনে যতেক প্রেম ঘৃণা ছল
প্রবাহিত নদী
সাগর অবধি
বয়ে চলে স্মৃতি হাসে খলখল
পাথরে পাথরে ঝরনার জল
নেচে নেচে নামে গিরির দুহিতা সতী;
তার পথে কেন দাও যতি!
থেমে গেছে গান,ক্রন্দন অতি
কান পেতে শোন নদীর আকুতি
বুকভাঙা হাহাকার।
বেদনা তোমার বেদনা আমার
বিষাদ কেবলি দিঠিতে
নদীর অশ্রু লিখতে বসেছি চিঠিতে।