| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহাঙ্গীর ফিরোজ—এর কবিতা

  • আপডেট টাইম: 25-10-2025 ইং
  • 111166 বার পঠিত
জাহাঙ্গীর ফিরোজ—এর কবিতা
ছবির ক্যাপশন: জাহাঙ্গীর ফিরোজ-

তিস্তা আমার তিস্তা 


হৃদয়ে অতল বেদনা সকল

দু’চোখে বইছে ধারা

বাঁধার প্রাচীর কারা।

রুদ্ধ জলের আঘাতে আঘাতে 

ঝঞ্ঝা মুখর জলধি 

ফুঁসে ওঠে নদী 

ভেঙে পড়ে জল

রোদসী কাঁদছে তারই কল্লোল 

শুনতে পাওনা কবি?

আমি নরাধম আঁকতে বসেছি ছবি।

জীবনে যতেক প্রেম ঘৃণা ছল

প্রবাহিত নদী 

সাগর অবধি 

বয়ে চলে স্মৃতি হাসে খলখল 

পাথরে পাথরে ঝরনার জল

নেচে নেচে নামে গিরির দুহিতা সতী;

তার পথে কেন  দাও যতি!

থেমে গেছে গান,ক্রন্দন অতি

কান পেতে শোন নদীর আকুতি 

বুকভাঙা হাহাকার। 

বেদনা তোমার বেদনা আমার 

বিষাদ কেবলি দিঠিতে

নদীর অশ্রু লিখতে বসেছি চিঠিতে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪