আসাদুল্লাহ মুক্তা ১৯৬৫ সালে ১৬ জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। মৃত সুফিয়া বেগম লিলি ও মৃত আহসান উল্লাহ (মাস্টার) দম্পতির আট সন্তানের প্রথম সন্তান তিনি। বাল্যবেলা থেকেই প্রকৃতির পরবাস্তবতার প্রতি ছিল তার নিবিড় দুর্বলতা। প্রকৃতি ভালোবাসাসহ দেশ-দেশান্তরের অশান্ত প্রেক্ষাপটে তিনি লেখা শুরু করেন।) তার লেখা কবিতা, প্রবন্ধ, গল্প ও ছড়া দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ও ছোট কাগজে প্রকাশিত হয়ে আসছে।
প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ উঠে এসো উজান প্রভাত (২০০৮) ও অভিন্ন আখ্যান (২০২২) এবং শিশুতোষ ছাড়াগ্রন্থ ছন্দে ছন্দে ছড়া পড়ি (২০১৭)। তিনি উল্লাপাড়া সরকারি আকবর আলী ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) বেসামরিক ব্যক্তি। ব্যক্তি জীবনে শাহনাজ পারভিন শেফালির পতি এবং আবিরা জাহান ঐশীর পিতা।
অনুশাসন
দিনগুলো নীরবে চলে যায়
রেখে যায় কত বিচিত্র ঘটনায় বর্ণিল স্মৃতি
ঘটনার পর ঘটনার বাস্তব চিত্রের সুনীল আকাশ
অবিরত বাসনা জাগায় মনে প্রাণে
শুধু বেঁচে থাকার অনন্য আয়োজনে
সাজায় জীবনের দায়িত্ব-কর্তব্যের অনুশাসন।
সুখ-অসুখের মায়াজালে জড়িয়ে পড়ার বিড়ম্বনা-
আঘাত করে বুকের দিগন্তে
আবক্ষ বিস্তীর্ণ চষে ফেরে অন্তর অলিন্দে
প্রায় সম্ভবের এর কাছাকাছি চলে আসে
অবেলার আধারের সাময়িক বার্তা।
কাঠিন্য কাফন
কাঠিন্য কাফনে কখনো কখনো বিরূপ হয় সময়
উদ্বিগ্নতায় উদয়িত হয় স্বপ্নের সোনালি সূর্য
পাঁজরভাঙ্গা শব্দেরা কড়া নাড়ে দ্বারে
অনাকাঙ্ক্ষিত আঁধার বুকের বিজনে ধুমরতি খেলে
কৃপণ কাতর কষ্টরা অসহ্য দানা বাঁধে
অসীম অব্যবস্থাবোধ তাড়িয়ে ফেরে দেহ-মনে।
সকাল বেলার শুভ্রতা-
মধ্যহ্নের বিনোদ-বাঁশরী হয়ে
বৈকাল বিষাদে এসে ধরা দেয়
সমাজ সংসার সর্বত্র অশান্তি অনুভূত হয়
সামান্যতম সখ্যতা হতে আড়ালে থাকে-
একান্ত পৃথিবী।
অনন্য প্রসব বেদনা
জীবন থেকে জীবনীশক্তি শূন্য রেখায় ফিরে যাচ্ছে
শূন্য থেকে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে স্বপ্নের গতি
প্রসূতি সকাল হারাচ্ছে তার অনন্য প্রসব বেদনা
মৃত্যুগুহা এখন অপমৃত্যুের স্বনির্ভর আয়নাঘর।
এমন বিভাজিত বলয়ে আমার বাস নয়
কোন দলের সদস্য নই, স্বাধীনতা প্রিয় মানুষ আমি
ঐশ্বরিক গণশক্তিই আমার আক্ষরিক বল
গণসেবায় নক্ষত্রময় অকৃত্রিম ভালোবাসা-
অনন্ত প্রেমের নৈসর্গিক সুখের উদাম কক্ষ।
সেখানে হাত বাড়ালেই অপার নাগরিক সেবাসুখ
বাজার ঘাট সাধারণের সাধ্যের মধ্যই ভাসমান
ভোটে ভাতে মৌলিকতা ফিরে পাবার যৌক্তিক অধিকার
জীবন জীবিকায় ছেদহীন গ্রহনীয় পথ ও প্রকৃতি।
রিপোর্টার্স২৪/এসসি