ক্রীড়া রিপোর্টা : গত ১৭ অক্টোবর তারিখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক অভিযোগে জানায়, পাকিস্তানের বিমান হামলায় তাদের ৩ ক্রিকেটারসহ বেশ কিছু নিরীহ ব্যক্তি নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই হামলায় দ্বায় স্বীকার করে নাই।
এদিকে আফগান ক্রিকেটার নিহতের ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে আইসিসি। যাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবির বিবৃতিকে স্বাগত জানিয়ে আইসিসির কাছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃঢ় ও সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। আর এতেই ক্ষব্ধ হয়েছ পাকিস্তানয।
পাকিস্তান বলছে. বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে বিবৃতি দিয়েছে, তা ‘বাছাইকৃত, পক্ষপাতদুষ্ট এবং অকাল মন্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিমান হামলা’ ও ‘আফগান ক্রিকেটারের’ মৃত্যুর বিষয়টি কোনো স্বাধীন যাচাই ছাড়াই দাবি করা হয়েছিল।
অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আইসিসি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে যে তিনজন ‘আফগান ক্রিকেটার’ এক ‘বিমান হামলায়’ নিহত হয়েছেন। এই দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপন করেনি আইসিসি।
পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে জানিয়ে তিনি আইসিসির বক্তব্য অবিলম্বে সংশোধনের আহ্বানও জানান। আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আইসিসি অতি উৎসাহী বলেও মনে করছে পাকিস্তান। এ বিষয়ে তারার লিখেছেন, ‘আইসিসির বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এর চেয়ারম্যান জয় শাহ এক্স অ্যাকাউন্টে প্রকাশ্যে একই দাবির প্রতিধ্বনি করেন। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একই ধারায় একটি বিবৃতি পোস্ট করে, যা বিস্তারিত বা প্রমাণ দেওয়ার পরিবর্তে সুস্পষ্টভাবে আইসিসির দাবিকেই ফুটিয়ে তোলে। এই ঘটনাপ্রবাহ মূলত একধরনের সাজানো মতামতের পরিবেশ তৈরি করার একটি চেষ্টা।’
রিপোর্টার্স২৪/এসএন