আলো
...............................................................
মধ্যরাতে জেগে ওঠে কুকুরের ঘেউঘেউ। কারো ঘুম ভাঙে, কারো ভাঙে না...
চাঁদের মোজেজা জোছনার আলো। সূর্যের মোজেজা দিন...
কতিপয় টুকরো টুকরো আলো মানুষের কুটুম।
কতিপয় টুকরো টুকরো অন্ধকার মানুষের আত্মীয়।
দিনের চেয়ে অন্ধকারে আলোর আকুলতা বেশি...
কাল
................................................................
কেউ ঘুরে যাচ্ছে শ্মশানের দিকে
কেউ ঘুরে যাচ্ছে গোরস্থানের দিকে
ফসলের ক্ষেতে সবুজ আগাছা
ক্লান্তিহীন কৃষকের নিড়ানি
শব্দের ভেতর মড়া পোড়ার ছাই
বাক্যের ভেতর কাফনের সাদা
ছাই যাচ্ছে শ্মশানের দিকে
কাফনের সাদা যাচ্ছে গোরস্থানের দিকে
মানুষের যাবার কোনো জায়গা নেই
রিপোর্টার্স২৪/এসসি