রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ (শনিবার, ২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় /২০২৪ বর্ষের পরীক্ষা।
প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় সারাদেশের ৩৩০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
তিনি আরও জানান, পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, তদারকি টিম এবং মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা চলবে ২৫ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম দিনে রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়া এবং আশপাশের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম।
রিপোর্টার্স২৪/ঝুম