স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে দরকার ছিল ২০ রান। বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। কিন্তু এর আগেই করে ফেলেন বড় ভুল। ক্রিজের একটু বেশিই ভেতরে ঢুকে গিয়ে শটটা খেলেছিলেন তাসকিন। শট খেলার আগেই তাঁর জুতা লেগেছিল স্টাম্পে। শট খেলার ঝাঁকুনিতে এরপর স্টাম্প থেকে পড়ে গেল একটি বেল। তাসকিনের হিট আউটে অলআউট হয়ে গেল বাংলাদেশ।
লম্বা সময় ধরেই টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না! আজও ক্যারিবিয়ানদের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশি ব্যাটিং অর্ডার। তবে শেষদিকের ব্যাটাররা কিছুটা লড়াই করেছেন। তাতে কেবলই হারের ব্যবধান কমেছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দায়িত্বহীন ব্যাটিংয়ে ১৬ রানে হার মেনেছে বাংলাদেশ।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের তানজিম সাকিব সর্বোচ্চ ৩৩ রান করেন। হৃদয় করেন ২৮ রান। আর ২০ রান আসে নাসুমের ব্যাট থেকে। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ৪ ওভারে ৩২ রানে ৩টি উইকেট নেন। জ্যাসন হোল্ডার ৪ ওভারে ৩১ রানে ৩টি উইকেট নেন। আকিল হোসেন ৪ ওভারে ২২ রানে নেন ২টি উইকেট।
রিপোর্টার্স২৪/ধ্রুব