| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘স্যার’ উপাধিতে ভূষিত হলেন জেমস অ্যান্ডারসন

  • আপডেট টাইম: 29-10-2025 ইং
  • 74055 বার পঠিত
‘স্যার’ উপাধিতে ভূষিত হলেন জেমস অ্যান্ডারসন

রিপোর্টার্স২৪ ডেস্ক:ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন পেলেন নতুন সম্মান। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে নাইট উপাধিতে ভূষিত করেছে যুক্তরাজ্য সরকার। উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল অ্যান্ডারসনের হাতে এই সম্মাননা তুলে দেন।

দুই দশকেরও বেশি সময়জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো অ্যান্ডারসন টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট, যা ইংল্যান্ড তো বটেই, বিশ্বের ইতিহাসেও তৃতীয় সর্বোচ্চ। ১৮৮ টেস্টে বল হাতে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে পরিণত করেছে এক জীবন্ত কিংবদন্তিতে।ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন অ্যান্ডারসনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অভিনন্দন স্যার জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেটের এক কিংবদন্তি হিসেবে তিনি যা অর্জন করেছেন, তা সত্যিই অসাধারণ। এই সম্মান তার প্রাপ্য।’

থম্পসন আরও বলেন, ‘অ্যান্ডারসনের ক্যারিয়ার একাধিক সাফল্যে ভরপুর। চারবার অ্যাশেজ জেতা, ইংল্যান্ডের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি হওয়া এবং তার অনন্য স্পোর্টসম্যানশিপ তাকে বিশ্ব ক্রিকেটের এক অনুপ্রেরণায় পরিণত করেছে। তার দক্ষতা, নিবেদন ও খেলোয়াড়সুলভ মানসিকতা ক্রিকেটপ্রেমীদের কাছে এক চিরন্তন উদাহরণ।’

দীর্ঘদিনের সাফল্যের এই স্বীকৃতিতে ‘স্যার জিমি’ হিসেবে নতুন পরিচয়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন ৪২ বছর বয়সী অ্যান্ডারসন, যিনি ইংল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪