| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী

  • আপডেট টাইম: 30-10-2025 ইং
  • 70105 বার পঠিত
যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী

চবি প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, “আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়া উচিত, সেখানে সেই গুণাবলি কমে গেছে।”

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ছাত্র সংগঠন মিনার আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আজহারী বলেন, “নেতা বলতে বোঝায় অন্যকে প্রভাবিত ও পরিচালনার ক্ষমতা। কিন্তু আমাদের সমাজে বা রাষ্ট্রে সমস্যার মূল কারণ হলো অদক্ষ নেতৃত্ব। যথাযথ নেতৃত্ব গড়ে তুলতে পারলে এসব সমস্যা থাকত না। দেশে এখন অনেক কিছু পরিবর্তন করার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “এই নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে, আর ৫৪ বছরের মধ্যে আমরা এমন সুযোগ আর নাও পেতে পারি। এজন্য আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। নেতাদের আমানতদার হতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।”

রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে আজহারী বলেন, “নবুয়ত প্রাপ্তির আগেই নবীজি (সা.) ব্যবসায় সততা ও আমানতদারিত্বের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)-র সঙ্গে পার্টনারশিপে কাজ করার সময়ও এই গুণাবলি প্রকাশ পেয়েছিল। আমাদের নেতাদেরও তেমন সততা ও দায়বদ্ধতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

মাহফিলে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪