রিপোর্টার্স২৪ ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ১৭ বছর বয়সী বেন অস্টিন ক্রিকেট বলের আঘাতে মারা গেছেন। মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলন চলাকালীন এক হাতে ধরা বল লঞ্চার থেকে ছোড়া বল সরাসরি তার ঘাড়ে আঘাত করে। যদিও মাথায় হেলমেট ছিল, কিন্তু ঘাড়ে কোনো সুরক্ষা ছিল না।
স্থানীয় সময় বিকাল ৫টার দিকে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে বৃহস্পতিবার তিনি মারা যান।
বেনের বাবা জেস অস্টিন বলেন, পরিবার সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে। সে ছিল স্নেহের সন্তান, প্রিয় ভাই এবং আমাদের জীবনের উজ্জ্বল আলোকবর্তিকা। যদিও দুর্ঘটনায় আমাদের কাছ থেকে তাকে হারালাম, সান্ত্বনা এই যে, সে যা সবচেয়ে ভালোবাসত—বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট—সেটাই করছিল।
বেনের সতীর্থকেও পরিবার সমর্থন জানাচ্ছে। এই দুর্ঘটনা দুই তরুণের জীবনকে নাড়িয়েছে। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেন, এটি অত্যন্ত কঠিন সময়। বলটি তার ঘাড়ে লেগেছিল, যা ২০১৪ সালে ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর মতো। সেই দুর্ঘটনার পরই ক্রিকেটে নিরাপত্তা সরঞ্জামে বড় পরিবর্তন আনা হয়েছিল।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এবং ভিক্টোরিয়ার ক্রিকেট পরিবার শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বেন প্রতিভাবান খেলোয়াড়, সবার প্রিয় সতীর্থ ও অধিনায়ক ছিলেন। মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনূর্ধ্ব–১৮ ক্রিকেটে তার উপস্থিতি সবার মনে থাকবে। এমন এক তরুণকে হারানো ভীষণ হৃদয়বিদারক। বেনের অকাল মৃত্যু পুরো অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলকে শোকাহত করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম