স্টাফ রিপোর্টার: কথাসাহিত্যিক ও বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ইফতেখার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকরি ছেড়ে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেছিলেন ইফতেখার মাহমুদ। জনপ্রিয় এই আইনের শিক্ষকের মৃত্যুতে আইনজীবী, শিক্ষার্থী ও আইন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতেখার মাহমুদকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব