| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ডিসেম্বরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

  • আপডেট টাইম: 31-10-2025 ইং
  • 62545 বার পঠিত
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ডিসেম্বরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল
ছবির ক্যাপশন: দুই ফরম্যাটের সিরিজ খেলতে ডিসেম্বরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সফরে ভারতীয় পুরুষ দলের সিরিজ স্থগিত থাকলেও থেমে থাকছে না নারী ক্রিকেটের লড়াই। ডিসেম্বরেই ভারত সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে সিরিজটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দুই বোর্ডের মধ্যে সূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে—কলকাতা ও কটকে হতে পারে এই সিরিজের ম্যাচগুলো।

বর্তমানে নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। সেই টুর্নামেন্ট শেষে বাংলাদেশ-ভারত সিরিজ দিয়ে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হতে পারে। বিসিবির এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, খসড়া সূচি অনুযায়ী আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে ভারত সফর করতে পারি। আয়োজক বোর্ড বিসিসিআই এই সময়কে বিবেচনায় রেখে প্রস্তুতি নিতে বলেছে।

এদিকে ৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নারী এনসিএল। তবে ফিটনেস উন্নত করার লক্ষ্যে এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অধিনায়ক জ্যোতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এনসিএলে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে বিসিবি।

সাম্প্রতিক নারী বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের ছয়টিতেই হারতে হয়েছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। টুর্নামেন্টে আট দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সাত নম্বরে। বিশ্বকাপ চলাকালে নাহিদা ও মারুফা ইনজুরিতে পড়ায় তাদের পুনর্বাসন ও বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছে বিসিবি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪