রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার (৩১ অক্টোবর)। সিরিজটি ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের হাতে চলে গেছে, তাই এই ম্যাচ বাংলাদেশের জন্য কেবল লজ্জা এড়ানোর লড়াই। হারলে লিটন দাসের দলকে স্বীকার করতে হবে সিরিজে হোয়াইটওয়াশ।
ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ১৬ ও ১৪ রানের ব্যবধানে জয়ী হয়েছে। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। বিশেষ করে ব্যাটিং লাইন-আপ এখনও নিয়মিত ফর্মে নেই, যেখানে গত ম্যাচে মাত্র তানজিদ হাসান তামিম ফিফটি হাঁকাতে পেরেছেন। বাকিরা তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
সিরিজে ২-০ ব্যবধানে লিডে থাকা ওয়েস্ট ইন্ডিজের উপর কোনো চাপ নেই, তাই তারা হয়তো নতুনদের সুযোগ দেবে বা রোটেশন করবে, যা বাংলাদেশের জন্য আক্রমণাত্মক বা পরিকল্পনামূলক সুবিধা হতে পারে। বাংলাদেশের চোখ থাকবে শেষ ম্যাচে মানসিক দৃঢ়তা ও ব্যাটিং লাইন-আপের পারফরম্যান্সে, যাতে সিরিজের নৈরাশ্য শেষপর্যন্ত কমাতে বা হোয়াইটওয়াশ এড়াতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম