চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় তাকে গুলি করা হয়। এ সময় আরও কয়েকজনও আহত হয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে