| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বিএনপির মনোনয়নের পর নির্বাচনী উচ্ছ্বাস

  • আপডেট টাইম: 05-11-2025 ইং
  • 39842 বার পঠিত
চাঁদপুরে বিএনপির মনোনয়নের পর নির্বাচনী উচ্ছ্বাস

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-৫ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর নির্বাচনী আমেজ শুরু হয়েছে। নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কাজ শুরু করেন। কচুয়া আসলে তাকে শত শত নেতাকর্মী স্বাগত জানান।

তিনি বলেন, কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।


চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে আসার পর নেতাকর্মীদের ফুলে ফুলে সিক্ত হন। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই শেখ ফরিদ আহমেদ নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন।

তিনি বলেন, হাইমচর বাদ দিয়ে শুধু সদর ও পৌরসভায় ৪ লাখ ১৫ হাজার ভোট। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারনা শুরু।


চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। তিনি দুপুরে ঢাকা থেকে নির্বচানী এলাকায় আসেন। নিজ এলাকার বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য দেন। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তিনিও ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাইকে নিয়ে কাজ করার আহবান জানান।


চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন। তিনি মনোনয়ন পেয়েছেন এমন ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুসারী নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে মূলত বিএনপির মনোনয়ন ঘোষণার পর জেলা জুড়ে নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪