| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব : তাহের

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38720 বার পঠিত
সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব : তাহের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না।

তিনি বলেন, বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব। নো হ্যঙ্কি-প্যাংকি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি। বিএনপির কাছে আহ্বান জানাব, আপনারাও আলোচনায় উদ্যোগী হন।

সমাবেশ শেষে জামায়াত-সহ আট দল শাপলা চত্ত্বর থেকে পল্টন অভিমুখে পদযাত্রা করে। পদযাত্রায় অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

পদযাত্রার পর তারা প্রধান উপদেষ্টার কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেবে।  ৫ দফার মধ্যে রয়েছে

১.জুলাই জাতীয় সনদ কার্যকর করার আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন,

২.আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির প্রয়োগ;

৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য “সবার জন্য সমান সুযোগ” নিশ্চিত করা;

৪.‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;

৫.‘স্বৈরাচারের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তাহের বলেন, দলীয় ও ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া হবে। তিনি সতর্ক করে বলেন, জুলাই’র আন্দোলনের চেতনা বঞ্চিত হতে দিব না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪