| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম ও সক্রিয়তা না থাকায় নিবন্ধন পায়নি তারেকের দল

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38300 বার পঠিত
কার্যক্রম ও সক্রিয়তা না  থাকায় নিবন্ধন পায়নি তারেকের দল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: শর্ত অনুযায়ী কার্যক্রম ও সক্রিয়তা না পাওয়ায় তারেক রহমানের আম জনতার দলকে নিবন্ধনের আবেদন মঞ্জুর করেনি নির্বাচন কমিশন (ইসি)।

দুটি জেলা ও ৬৭টি উপজেলায় কার্যালয়ের কার্যক্রম ও সক্রিয়তা না পাওয়ার কারণ উল্লেখ করে ইতোমধ্যে দলটির সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে চিঠি দিয়েছেন সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম। 

নিবন্ধন না দেওয়ায় নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমান (সদস্য সচিব) জানিয়েছেন, তার দলের সব সক্রিয় কার্যালয় রয়েছে। ইসির তদন্ত কর্মকর্তারা সঠিক প্রতিবেদন দেননি বলে অভিযোগ করেছেন তিনি।

ইসির দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০ এপ্রিল আম জনতার দল আবেদন করলে দলের ব্যাংক হিসাব, তহবিলের উৎস, ৩৩ শতাংশ নারী অংশগ্রহণসহ প্রভৃতি তথ্য না থাকায় ১৫ জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি সে অনুযায়ী সাড়া দেয়। তদন্তের পর অধিকতর যাচাই হয়। সে সময় নিবন্ধনের শর্ত মোতাবেক ২২টি জেলার মধ্যে দুটি জেলা কার্যালয় এবং ১০০টি উপজেলা কার্যালয়ের মধ্যে ৬৭টি কার্যালয় ও ২০০ ভোটার সমর্থক পাওয়া যায়নি।

এই অবস্থায় ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭-এর উপবিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন আম জনতার দল (AJD) নামীয় দলের আবেদন না-মঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছে।

গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও ডেসটিনির রফিকুল আমীনের আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকতর তদন্তে বাদ পড়ে ১১টি দল। এরপর থেকেই ইসির ভবনের সামনে অনশন করছেন তারেক।

তার এই শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। 

তারেক রহমান বলেন, কমিশন এখন আমাকে আদালতে যেতে বলেছে। কিন্তু নির্বাচনের সময় চলে এসেছে-এখন কীভাবে আদালতে যাবো? এছাড়া শর্ত অনুযায়ী আমাদের তো সব জেলা ও উপজেলায় সক্রিয় কার্যালয় এবং সমর্থক রয়েছে। এ অনশন চলবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪