| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারি করতে হবে : হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38034 বার পঠিত
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারি করতে হবে : হাসনাত আবদুল্লাহ

রাঙ্গামাটি প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের আদেশ জারি করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে গণভোটের আদেশ ও জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না। একইসঙ্গে জুলাই সনদে ড. মুহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন এনসিপি রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনগুলোতে প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকে হাতিয়ার বানানো হয়েছিল। এবার অন্তত জনগণকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিন। এবারও যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট না হয়, তাহলে জাতি হিসেবে আমাদের কেউ ক্ষমা করবে না। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জুলাই সনদ বিরোধীদের সঙ্গে কোনো জোটে অংশ নেবো না। আমাদের লক্ষ্য কেবল নির্বাচন নয়, পুরো রাষ্ট্রের পুনর্গঠন।

হাসনাত আবদুল্লাহ বলেন,“এনসিপি কোনো চাঁদাবাজ বা মাফিয়ার রাজনীতি করতে আসেনি। আমরা চাই মানুষের ভোটকে সম্মান দিতে, বুলেট নয়, ব্যালটের মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হোক। এই লক্ষ্যেই আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন ছৈয়দ, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল, খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা ও অন্যান্য নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪