রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় যারা নির্বাচনের বিরোধী, তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, দুপুর ১টার দিকে প্রার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। খসরু বলেন, ‘যারা নির্বাচন চায় না এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, তারা কী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা করেছে এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না-তা তদন্ত করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অতীতেও কঠিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। জনগণ যদি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে দেখতে চায়, তবে এ ধরনের ষড়যন্ত্র কখনো সফল হবে না।’
খসরু আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের দল এবং নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই, কারণ জনগণই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
বিএনপির এই শীর্ষ নেতা আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি জনগণের দল এবং আমরা প্রচারণা চালাতে ভয় পাই না, কারণ জনগণই আমাদের শক্তি ও নিরাপত্তার উৎস।’
রিপোর্টার্স২৪/আয়েশা