রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন করতে কমপক্ষে ১০ থেকে ২০ কোটি টাকা প্রয়োজন হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমাদেরও বারবার চিন্তা করতে হয়-নির্বাচন করব নাকি করব না। কারণ এখনকার নির্বাচনে ১০-২০ কোটি টাকার নিচে টিকে থাকা যায় না। যাদের কাছে টাকা আছে, তারাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। টাকা না থাকলে নমিনেশন কেনা যায়, কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়াই শেষ পরিণতি।”
তিনি আরও বলেন, “যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলত, ৫ আগস্টের পর তারা কেন জানি সংস্কারবিরোধী রাজনীতিতে চলে গেল। এটা তাদের জন্য কতটা সফল হচ্ছে জানি না, কিন্তু দেশের জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর।”
২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “অভ্যুত্থানের পর তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল-সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। বিচারের অগ্রগতি হচ্ছে, ১৩ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে ফ্যাসিবাদী শক্তি ঢাকায় আবার লকডাউন ডেকেছে।”
নির্বাচন ব্যবস্থার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন, কিন্তু তাদের মধ্যে কয়জনের ২০ কোটি টাকা আছে? যাদের নেই, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ফলে রাজনীতিতে এখন কালো টাকার প্রভাব ভয়াবহভাবে বেড়ে গেছে।”
তিনি আরও যোগ করেন, “যদি কেউ কোনো ব্যবসায়ীর টাকা নিয়ে নির্বাচন করে, তাহলে নির্বাচনের পর তাকে তার স্বার্থই বাস্তবায়ন করতে হবে। এ কারণে আমরা ভাবি-এই কাঠামোয় নির্বাচন করা আদৌ কতটা বাস্তবসম্মত।”
আসিফ মাহমুদ বলেন, “অনেকে জোহরান মামদানির উদাহরণ দেন-এটা এক্সেপশনাল কেস। বাংলাদেশে এমন ব্যতিক্রম ঘটতে পারে দুই একজনের ক্ষেত্রে, কিন্তু ৩০০ আসনের গণতান্ত্রিক কাঠামোয় এটা দিয়ে সংখ্যাগরিষ্ঠতা আনা বা সরকার গঠন সম্ভব নয়।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় আয়োজিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান এবং অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল।
রিপোর্টার্স২৪/আয়েশা