| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে : আনিসুল হক

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 28659 বার পঠিত
বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে : আনিসুল হক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ  প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক বলেছেন, বিএনপিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নানা চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, “সুন্দর ও ভ্রাতৃবোধের সুনামগঞ্জ-১ আসন গড়তে চাই। কেউ যেন কাউকে রক্তচক্ষু দেখাতে না পারে, তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, “দল আমাকে বিশ্বাস করে ধানের শীষের প্রার্থী করেছে। আমি এই প্রতীক আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা ধানের শীষকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবেন।”

আনিসুল হক প্রথমবারের মতো নির্বাচনী এলাকা মধ্যনগরে আসেন। সেখানে পৌঁছালে পথে পথে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

তিনি আরও বলেন, “হাওরপাড়ের মানুষ গত ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হাওর এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪