ফেনী প্রতিনিধি : ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
সম্প্রতি নিজের বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে ক্রিকেট মাঠের মতো ‘রিভিউ সিগন্যাল’ দেন তিনি। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, “নো ক্যাপশন।”
পোস্টটি ছড়িয়ে পড়তেই শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত এক হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ৪০০ শেয়ার হয়। কেউ দলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন, কেউ আবার আলালের অভিনব প্রতিবাদ প্রশংসায় ভাসিয়েছেন।
জানা গেছে, আলাল উদ্দিন আলাল ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু ৩ নভেম্বর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় প্রতিবাদস্বরূপ এই ব্যতিক্রমী পদ্ধতি বেছে নেন তিনি।
এ প্রসঙ্গে আলাল উদ্দিন আলাল বলেন, ফেনীর রাজনীতি সব সময় আলোচনায় থাকে। এখন সময়ের পরিবর্তনে প্রতিবাদের ধরনেও পরিবর্তন এসেছে। আমি চাই, এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি ‘রিভিউ’ করা হোক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি পুনরায় বিবেচনা করুন।
নেটিজেনরা এই প্রতিবাদকে “ব্যতিক্রমী আবেদন” ও “ছবিটাই ক্যাপশন” আখ্যা দিয়েছেন। কেউ কেউ এটিকে ‘সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা’ বলেও মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ফেনী জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরমধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) থেকে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ফেনী-২ (সদর) আসন থেকে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু।
রিপোর্টার্স২৪/আরকে