| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরোনো বিভাজন ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই : ফখরুল

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 27827 বার পঠিত
পুরোনো বিভাজন ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই : ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা চাই অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।’

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

মির্জা ফখরুল মাতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া ৭টি দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন। দাবিগুলো হলো- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

সঙ্গে যোগ করেন, ‘এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসতে পারবেন।’

হিন্দু প্রতিনিধি সম্মেলনের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেছেন, ‌‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দেই— ‘হিন্দু-মুসলমান ভাই ভাই’ ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।’

আয়োজিত সম্মেলনে সভাপতির বক্তব্যে বাবু সোমনাথ দে বলেন, ‘তারেক রহমান দীর্ঘ ১৬ বছর তার মাকে মা বলে ডাকতে পারেননি। দূর বিদেশের মাটিতে তার হৃদয়ের হাহাকার আমরা কেউ বুঝতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘শ্রী কৃষ্ণ সহস্রবছর এই জাতিকে পরিচালনা করেছেন। তারেক রহমান সহস্রবছর না হোক শতাধিক বছর যেনো আমাদের পরিচালনা করতে পারেন। সেজন্য আমাদের আয়ু থেকে সবাই যদি একটু একটু করে তাকে দান করি, তাহলে তার পক্ষে শতাধিক বছর আমাদের পরিচালনা করা সম্ভব।’ এসময় সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে তারেক রহমানের জন্য আয়ু দান করার আহবান জানান।

মতুয়া-বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল তার বক্তব্যে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চাওয়া, তিনি ক্ষমতায় আসার পর যেন আমাদের হিন্দুদের সকল দেবত্তোর সম্পত্তি ফিরিয়ে দেয়া হয়। আমরা এদেশের ভূমিপুত্র। আমরা চাইনা আমাদের ভিটামাটি ছেড়ে অন্য দেশে যেতে।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর হিন্দু সম্প্রদায়ের কারো বাড়ি কিংবা মন্দিরে বিএনপি-জামায়াত হামলা করেনি। আওয়ামী লীগ আমাদের বন্ধু সেজে আমাদেরই ক্ষতি করেছে। আর নাম দিয়েছে বিএনপি জামায়াতের।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪