| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণের ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয় না: গয়েশ্বর চন্দ্র

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 27737 বার পঠিত
ব্রাহ্মণের ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয় না: গয়েশ্বর চন্দ্র

স্টাফ রিপোর্টার: ‘মুসলিম ধর্মাবলম্বিদের মধ্যে যেমন বিভেদ নেই। তেমনি হিন্দুদের মধ্যেও কোনো বিভেদ নেই। আমরা সবাই এক ইশ্বরের সৃষ্টি। বিভেদ মানুষের সৃষ্টি। ব্রাহ্মণের ঘরে জন্মালেই ব্রাহ্মণ হওয়া যায়না। এর জন্য দীক্ষা লাগে, শিক্ষা লাগে।’ বলে মন্ত্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

মাতুয়া-বহুজন সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবাই এক ছাতার নিচে থেকে সামনের নির্বাচনে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবো। আর কোনো ফ্যাসিবাদী শক্তির ছায়া যেনো আমাদের উপর না পড়ে, সেজন্য তারেক রহমানের হাতকে আমাদের আরও শক্তিশালী করা উচিৎ।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে আর কোনো মন্দিরে কেউ হামলা করতে পারবে না। সাম্প্রদায়িক উৎসবের সময় আর পুলিশের প্রোটেকশন প্রয়োজন হবে না। সবাই যার যার মতো নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারবো। আমাদের সবার প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশের নাগরিক হিসেবে কারও কম বা বেশি নয়, সবার সমান অধিকার।

মতুয়া-বহুজন সমাজ ঐক্য জোটের আহবায়ক বাবু সোমনাথ দের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ও মুখপাত্র কপিল কৃষ্ণ মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪