আনিসুর রহমান, নেত্রকোণা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষে সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘এখনো কালো মেঘের ছায়া যায়নি। আওয়ামী লীগসহ বৃহত্তর একটি পরাশক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যার সাথে অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক দলও জড়িত।’
শনিবার (৮ নভেম্বর) নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির নতুন-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর তার বক্তব্যে বর্তমান সরকারের নিরপেক্ষতার কথা যেমন স্বীকার করেন, তেমনি কিছু কিছু উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করছেন বলেও মন্তব্য করেন।
আজ উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৗর মেয়র মাহাবুবুন্নবী শেখ, মোহনগঞ্জ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার।
এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রিপোর্টারর্স২৪/এসসি