| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারা ঐকমত্য কমিশনে গুণ্ডামি করেছেন: সামান্তা শারমিন

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 27585 বার পঠিত
তারা ঐকমত্য কমিশনে গুণ্ডামি করেছেন: সামান্তা শারমিন
ছবির ক্যাপশন: সামান্তা শারমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক:দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে আগের মতো রাখতে বড় রাজনৈতিক দল এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহল কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বলেন, তারা ঐকমত্য কমিশনে যেমন গুণ্ডামি করেছেন, এলাকাতেও একইভাবে গুণ্ডামি-মাস্তানি করেন।

শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারীশক্তি আয়োজিত ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা মৌলিক কাঠামো বা গুণগত পরিবর্তনের কোনো লড়াই করতে পারিনি। এখন পর্যন্ত এর পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে স্ট্যাবলিশমেন্ট এবং রাজনৈতিক দলগুলো। কারণ, তারা সবাই স্ট্যাবলিশমেন্টের ওপর নির্ভরশীল। 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না। আমরা এখনো এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারিনি, যাতে সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে কাজ করতে পারে। এই পরাধীন সুপ্রিম কোর্ট, পরাধীন নির্বাচন কমিশন, পরাধীন দুর্নীতি দমন কমিশন-এগুলোকে আগের অবস্থায় রাখা স্ট্যাবলিশমেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর প্রয়োজন। 

তিনি আরও বলেন, এখন এসে তারা (বড় রাজনৈতিক দলগুলো) যদি বলে জুলাই সনদ বাস্তবায়নের দরকার নেই, তারা ক্ষমতায় এসে করবে; কিংবা আমরা সময়ক্ষেপণ করছি বা নির্বাচন পেছাতে চাইছি-তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কেমন নির্বাচন চান? আমরা জানি, এখানে নির্বাচনে জয়ী হয় কারা-দুর্নীতিবাজ, খুনি, দালাল, ঋণখেলাপি; এদের দিয়েই চলছে এই রাজনৈতিক দলগুলো। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪