রিপোর্টার্স ২৪ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র বৈঠক হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; অন্যদিকেআইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ।
বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে মূল্য সংযোজন করের (ভ্যাট) হরমোনাইজেশন, ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, কর্পোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার, এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির বিষয় গুরুত্ব পায় । এছাড়াও আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধিদল বৈঠকে জোর দিয়ে উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার অপরিহার্য।
দলটির নেতারা বলেন, বিএনপি বিশ্বাস করে,একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
আইএমএফ প্রতিনিধিদল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।
রিপোর্টার্স২৪/এসসি