| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যক্তিগত কারণে

এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 20787 বার পঠিত
এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত
ছবির ক্যাপশন: এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা

রিপোর্টার্স২৪ ডেস্ক: এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার আসন্ন বাংলাদেশ সফর হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর চার দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে সফরসূচির খসড়া তৈরি করেছিল। তবে রোববার রাতে এএফসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সভাপতি ব্যক্তিগত কারণে এই সফর স্থগিত করেছেন।

সূত্র জানায়, বর্তমানে পাকিস্তান সফরে থাকা সালমান বিন ইব্রাহিম সেখান থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন তিনি।

ঢাকায় এসে এএফসি সভাপতির প্রথম দিন সাফ (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) কার্যালয়ে সময় কাটানোর পাশাপাশি, বাফুফের আয়োজনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা,

যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শন, এবং বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবলের উন্নয়ন সহায়তা নিয়ে বৈঠক। সফর স্থগিত হওয়ায় বাংলাদেশের ফুটবল কাঠামো উন্নয়নে এএফসির প্রত্যাশিত সহায়তা পাওয়ার প্রক্রিয়া আপাতত স্থবির হয়ে পড়েছে।

এদিকে, এএফসি সভাপতির আগমন উপলক্ষে সাফের নতুন লোগো উন্মোচনের পরিকল্পনাও ছিল। তবে সফর বাতিলের ফলে সেটিও এখন অনিশ্চয়তার মুখে।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে সভাপতির সফর স্থগিতের নোটিশ পাইনি। যদি তিনি না আসেন, তাহলে সাফ সভাপতি ও নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। লোগো পরিবর্তন এখন করা হবে, নাকি পরে, তা তখনই নির্ধারিত হবে। ফলে, সালমান বিন ইব্রাহিমের এই সফর স্থগিতের কারণে শুধু বাফুফেই নয়, সাফের পরিকল্পনাতেও তৈরি হয়েছে একাধিক জটিলতা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪