শেরপুর প্রতিনিধি : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে অব্যাহতি দেয়া হয়েছে।
১১ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশ অনুযায়ী - কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যহতি দেয়া হয়।
এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।