রাবি প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭২ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিলেন। সেসময় বাঙালি পরিচয়ের প্রশ্নে তিনি স্পষ্ট অবস্থান নিতে পারেননি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সেই সংকটের সমাধান ঘটায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছে, কেউ কেউ বলছে জুলাই সনদ পাস না হলে ২০২৯ সালে নির্বাচন হবে- এগুলো আসলে ফ্যাসিবাদী কণ্ঠস্বর। কেনো আপনারা এমন কথা বলছেন? এতে রহস্য তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা আছেন, সবাই মিলে আসুন- একই দিনে নির্বাচন ও গণভোটের ব্যবস্থা করা হোক। এতে জুলাই সনদের আইনি স্বীকৃতিও আসবে এবং জনগণের ভোটে সরকার গঠিত হবে। কিন্তু এর আগেই যেভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে, তাতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। গণতান্ত্রিক শক্তিগুলো সজাগ না থাকলে জাতির ভবিষ্যৎ ভালো হবে না।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। এতে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে