| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার ‌দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ দেখছেন সালাহউদ্দিন

  • আপডেট টাইম: 12-11-2025 ইং
  • 18221 বার পঠিত
প্রধান উপদেষ্টার ‌দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ দেখছেন সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোট আয়োজনের কোনো বিষয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জুলাই জাতীয় সনদ, তার বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট নিয়ে জটিলতা, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়েই জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে। এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।

তিনি আরও বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করব, ভোটে অংশ নেব, জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু সেই সরকারের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা যে সুপারিশগুলো সরকারের কাছে দিয়েছেন, তা জুলাই সনদের চুক্তি থেকে অনেক দূরে সরে গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করি, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না, যা জাতিতে বিভক্তি বা অনৈক্য সৃষ্টি করবে।

সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার দু’একদিন আগে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন। আমরা প্রস্তাব দিয়েছিলাম, একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে সেই সনদ স্বাক্ষরিত হোক এবং সবাই তার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকুক।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, সেই সনদে মোট ৮৪টি দফা ছিল। এর মধ্যে কয়েকটি দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট ছিল। তবে এটি প্রথাগত নোট অব ডিসেন্ট নয়। বরং বলা হয়েছে, সংশ্লিষ্ট দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়টি তুলে ধরতে পারে এবং জনগণের ম্যান্ডেট পেলে সেটি বাস্তবায়ন করতে পারবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪