| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া

  • আপডেট টাইম: 13-11-2025 ইং
  • 15876 বার পঠিত
ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া
ছবির ক্যাপশন: ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর, ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু-র সঙ্গে তিনি অংশ নেবেন ৫–১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে।

ক্লদিও ক্যানিজিয়া সর্বকালের সেরা আর্জেন্টিনিয়ান ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন। ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বখ্যাতি অর্জন করেন তিনি। ক্যানিজিয়ার আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল।

টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাব অংশ নেবে। এই দুই দেশের ক্লাবের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে বয়সভিত্তিক একটি দল গড়ে তুলবে বাফুফে, যেখানে সরাসরি উপস্থিত থাকবেন কাফু ও ক্যানিজিয়া।

এক ভিডিও বার্তায় ক্যানিজিয়া জানান, হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি ১১ ডিসেম্বর এএফবি লাতিন-বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে ফুটবল উপভোগ করব। এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪