| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার পরিকল্পনায় আ.লীগ কর্মীরা ঝুঁকিতে: রাশেদ খান

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 6675 বার পঠিত
হাসিনার পরিকল্পনায় আ.লীগ কর্মীরা ঝুঁকিতে:  রাশেদ খান
ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের সাধারণ ও নিরীহ নেতাকর্মীরা সম্প্রতি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সন্দেহের মধ্যে পড়তে পারেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, গত ১৫ মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা তুলনামূলক শান্তিতে ছিলেন। কিন্তু তার অভিযোগ- শেখ হাসিনা তাদের শান্তিতে থাকতে দিতে চান না। দিল্লিতে বসে শেখ হাসিনা যে পরিকল্পনা করছেন, তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই শেষ পর্যন্ত বিপদে পড়তে পারেন বলেও দাবি করেন তিনি।

তিনি লেখেন, দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রে যারা রাজপথে নামবে, তারা তো বিপদে পড়বেই, পাশাপাশি অন্য নেতাকর্মীরাও কেবল আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মুখে পড়বেন। এর দায়ও শেখ হাসিনার বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের এখন ‘পরীক্ষা ও প্রমাণ’ দিতে হবে যে তারা কোনো উসকানিতে পা দেবে না। তার মতে, অপরাধী আওয়ামী লীগ–ছাত্রলীগ কর্মীদের চিহ্নিত করতে সহযোগিতা করা এবং তাদের পুলিশে সোপর্দ করাই তাদের করণীয়। তিনি বলেন, “আমরা নিরীহ আওয়ামী লীগের ওপর জুলুম করব না, তবে কোনো অপরাধীর সঙ্গেও আপস করা হবে না।”

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা ছাত্রলীগকে অর্থযোগান দিয়েছেন বা শেখ হাসিনাকে ‘লালনপালন’ করেছেন বলে পরিচিত- তাঁদের নির্বাচনের আগে নিয়ন্ত্রণে না আনলে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে।

সরকারকে তিনি সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান। তার বক্তব্য, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা উচিত।

পোস্টের শেষ অংশে তিনি ছাত্র-জনতাকে আওয়ামী লীগের ‘লকডাউন রুখে দেওয়ায়’ ধন্যবাদ জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪