রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে ঘোষণা করেছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে না। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে, গণভোট যথেষ্ট নয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে আমাদের সমান অধিকার থাকা উচিত। আমাদের পরিচয় কেবল বাংলাদেশের নাগরিক হিসেবে, ধর্ম বা সংস্কৃতির বিভাজন যেন না থাকে।
তিনি আগেও উল্লেখ করেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশকে সেই মূল্যবোধে গড়ে তুলতে হবে। আমরা চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বৈষম্য থাকবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটাই আমাদের প্রতিপালনের প্রতিশ্রুতি।
সালাহউদ্দিন বলেন, যদি জনগণের উপর চাপ প্রয়োগ করে কোন প্রস্তাব জোর করে চাপানো হয়, তাহলে সেটি জনগণকে বিবেচনা করার সুযোগ দেবে। সংবিধান সংশোধন ও জাতীয় নীতিনির্ধারণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ন বার্তা হিসেবে ধরা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম