রিপোর্টার্স২৪ডেস্ক: ফর্সা রঙের কারণে পিতৃপরিচয় সংকটে পড়া যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু আফিয়ার জন্য নতুন ঘর নির্মাণসহ পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার(১৪ নভেম্বর) সকালে আফিয়ার নানাবাড়িতে গিয়ে তারেক রহমানের এই মানবিক উদ্যোগের কথা জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখার পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।
আগামী দশ দিনের মধ্যেই ঘর নির্মাণকাজ শুরু হবে বলে স্থানীয় নেতাদের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২০ সালে বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে মনিরা খাতুনের বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর জন্ম নেওয়া কন্যাশিশু আফিয়ার অস্বাভাবিক ফর্সা রঙ দেখে মোজাফফর তাকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন। পরে স্ত্রীকে ফেলে চলে যাওয়ার পাশাপাশি আট মাস পর তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান।বাধ্য হয়ে মনিরা শিশুকে নিয়ে সৎমায়ের বাড়িতে আশ্রয় নিলেও অবহেলা আর কষ্টের মধ্যে দিন কাটছিল তাদের।
পরিস্থিতি জানতে পেরে শুক্রবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আফিয়ার বাড়িতে যান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘর নির্মাণ, শিশুটির শিক্ষার ব্যয়ভার গ্রহণ এবং পরিবারে পুনর্বাসনের উদ্যোগ সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করেন।
অমিত জানান, আফিয়া একটি বিরল জেনেটিক সমস্যায় ভুগছে এবং অজ্ঞতার কারণে পরিবার ভুল সিদ্ধান্ত নিয়েছে।
রিপোর্টার্স২৪/ এসসি