| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার থেকে কত ফলোয়ারে মিলবে ইনস্টাগ্রামে লাইভ করার অনুমতি?

  • আপডেট টাইম: 09-08-2025 ইং
  • 396139 বার পঠিত
এবার থেকে কত ফলোয়ারে মিলবে ইনস্টাগ্রামে লাইভ করার অনুমতি?
ছবির ক্যাপশন: এবার থেকে কত ফলোয়ারে মিলবে ইনস্টাগ্রামে লাইভ করার অনুমতি?

রিপোর্টার্স২৪ ডেস্ক:

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। 

তবে এবারের আপডেটে অনেকেই খুশি হতে পারেননি। এখনো বুঝতে পারছেন না এতে ব্যবহারকারীরা কতটা উপকৃত হবেন। ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ চাইলেই আর লাইভে আসতে পারবেন না। এজন্য ব্যবহারকারীকে একটি বিশেষ শর্ত মানতে হবে। 

আগে যে কেউ চাইলে যখন খুশি ইনস্টাগ্রামে লাইভ করতে পারতেন। তার ফলোয়ার সংখ্যা সেখানে হোক ১ কিংবা ১ লাখ। তবে এখন আপনার ফলোয়ার সংখ্যা যদি ১০০০ এর কম হয় তাহলে আপনি লাইভ করতে পারছেন না। এমনটাই জানা গেছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আচমকা এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, তা তা বাকিদের জন্য সুবিধাজনক হবে।

যাদের ফলোয়ার সংখ্যা বেশি,যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই ধারণা,ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪