| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!

  • আপডেট টাইম: 14-08-2025 ইং
  • 384544 বার পঠিত
হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!
ছবির ক্যাপশন: অভিনেতা জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার: ‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’ কথাগুলো বলেছেন দেশের গুণী অভিনেতা জাহিদ হাসান।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোয়ের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসছেন তিনি। যেখানে কথাগুলো বলতে শোনা যাবে তুমুল জনপ্রিয় এই অভিনয়শিল্পীকে।  

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় প্রচারতি হচ্ছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। এর তৃতীয় পর্ব প্রচার হবে শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

অনুষ্ঠানে হাজির হয়ে জাহিদ হাসান জানান, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথাও বলেছেন। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা। জনপ্রিয় পডকাস্ট শোটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪