| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবের যে রেকর্ড ভেঙে দিলেন লিটন

  • আপডেট টাইম: 04-09-2025 ইং
  • 316695 বার পঠিত
সাকিবের যে রেকর্ড ভেঙে দিলেন লিটন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন দাস। বুধবার (০৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন লিটন। এখন সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক লিটন। সাকিবের ফিফটি ১৩টি।    

এই রেকর্ড ভাঙতে সাকিবের চেয়ে ১৯টি ম্যাচ কম লেগেছে লিটনের। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি ফিফটি করেছেন। আর লিটন ১১০ ম্যাচেই তাকে ছাড়িয়ে ১৪টি ফিফটি করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি যৌথভাবে বিরাট কোহলি ও বাবর আজমের। দুজনই ৩৯বার পঞ্চাশোর্ধো রানের ইনিংস খেলেছেন। এর জন্য কোহলি ১২৫ ম্যাচ এবং বাবর ১২৮টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মার আছে ৩৭টি, মোহাম্মদ রিজওয়ানের আছে ৩১টি ফিফটি।

লিটন-সাকিবের পর বাংলাদেশে সর্বোচ্চ ফিফটি তামিম ও মাহমুদউল্লাহর ৮টি করে, তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের ৬টি করে। সৌম্য সরকারের ফিফটি আছে ৫টি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪