| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ উইকেটের জাদুতে রিশাদ: ‘এটাই আমার কাজ’

  • আপডেট টাইম: 19-10-2025 ইং
  • 144912 বার পঠিত
৬ উইকেটের জাদুতে রিশাদ: ‘এটাই আমার কাজ’
ছবির ক্যাপশন: ৬ উইকেটের জাদুতে রিশাদ: ‘এটাই আমার কাজ’

রিপোর্টার্স২৪ ডেস্ক : ওয়ানডেতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন এক চমক দেখালেন। ম্যাচের ১২ নম্বর ওভারে প্রথম বোলিংয়ে এসে ৬ নম্বর ডেলিভারিতেই প্রথম উইকেট শিকার করার পর পরের তিন ওভারে উইকেট না পেলেও শেষ পর্যন্ত তিনি ৬ উইকেট তুলে নেন, নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার করে।

কিন্তু বাস্তবে হয়েছে তাই। ২০ নম্বর ওভারে আবার বোলিংয়ে এসে দ্বিতীয় উইকেট পাওয়া। সেই শুরু, একের পর এক উইকেট। ৪ ওভারের ওই স্পেলেই ৪ উইকেট দখল করে ম্যাচের নিয়েন্ত্রণ নিজ দলের হাতের মুঠোয় এনে দিলেন রিশাদ।

পরে ৩৯ নম্বর ওভারে এসে ষষ্ট উইকেটের মুখ দেখলেন। সব মিলিয়ে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার উপহার দিলেন রিশাদ হোসেন।

বলে রাখা ভাল, তারও আগে বাংলাদেশের আরও তিন বোলারের একদিনের ক্রিকেটে ৬ উইকেট দখল করার কৃতিত্ব আছে। তারা হলেন মাশরাফি (কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে ৬/২৬), রুবেল হোসেন (২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬/২৬) ও মোস্তাফিজুর রহমান (ভারতের বিপক্ষে ২০১৫ সালে ৬/৪৩)।

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট শিকারের অনুভুতি কী? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে রিশাদের জবাব, `আসলে বোলিং করা ও উইকেটের পতন ঘটানো আমার কাজ। আমি চেষ্টা করেছি। আলহামদুল্লিল্লাহ। এ উইকেটে ২ দলের ব্যাটাররাই স্ট্রাগল করেছে। আমিও প্রথম স্পেলে (৪ ওভারে ১/১৬) সেভাবে সফল হতে পারিনি। তবে প্রসেসে ছিলাম। তাই সাফল্য ধরা দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪