রিপোর্টার্স২৪ ডেস্ক : টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনায় মিরপুরের গ্যালারি মাতিয়ে তুলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজনের দুর্দান্ত ফিফটিতে উড়ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৫ রান। এর মধ্যে অপরাজিত থেকে ৫৮ বল খেলে ৬৩ রান সাইফের এবং ৬৮ বলে ৭৮ রান করেছেন সৌম্য।
আগের দুটিতে একটিতে জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল, অন্যটি হেরেছে। সিরিজ আপাতত ১-১ সমতায়।
মিরপুরের স্লো-লো ও টার্নিং পিচে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তন আসেনি। চার স্পিনার মেহেদী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।
ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসেনি। ওপেনিংয়ে সৌম্য-সাইফের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মিডলে তাওহীদ ও অঙ্কনের ব্যাটে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
রিপোর্টার্স২৪/আরকে