রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর কাড়লেন। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই তারকা। বিষয়টি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কানে পৌঁছানোর পর তিনি জানিয়েছেন, সুবিধা হলে ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি।
পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪ ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়ে ইতিহাসের অন্যতম সফল পেসার ওয়াসিম আকরাম। অবিশ্বাস্য রিভার্স সুইং, নিখুঁত ইয়র্কার আর ধারাবাহিক গতি সব মিলিয়ে ‘সুলতান অব সুইং’ উপাধি পেয়েছিলেন তিনি।
পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিংয়ে যুক্ত আকরাম ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ সাল পর্যন্ত কাজ করেন। তার কোচিংয়েই দু’বার শিরোপা জেতে কেকেআর। পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের মতো দলগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে করাচি কিংসের চেয়ারম্যান ও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি।
সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গেও দুই দিনের একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছিলেন আকরাম। এবার সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। যদিও বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট, ফলে নিকট ভবিষ্যতে এই সুযোগের সম্ভাবনা খুব বেশি নয়।তবুও বিসিবি সভাপতি বুলবুল আশাবাদী কণ্ঠে বলেন, ‘আমি তো ওয়াসিম ভাইয়ের এমন কোনো প্রস্তাব সরাসরি শুনিনি। তবে উনি শুধু পেসার নন একজন অনন্য ক্রিকেট মেধা। পৃথিবীতে এমন ক্রিকেট মস্তিষ্ক খুব কম আছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে তার। আমি নক করে দেখব, যদি আমাদের জন্য সুবিধা হয়।’
রিপোর্টার্স২৪/সোহাগ