রিপোর্টার্স২৪ ডেস্ক : রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি এবার আবারও আলোচনায় উঠে এলেন এক ‘উড়ন্ত হেড’-এর জোরে। সাধারণত পায়ের জাদুতেই গোল করেন তিনি, কিন্তু এবার মাথা দিয়েও দেখালেন পুরনো জাদু। উড়ন্ত হেডসহ জোড়া গোল করে মেসিই জেতালেন ইন্টার মায়ামিকে। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে এমএলএস প্লে-অফে দুর্দান্ত সূচনা করেছে মায়ামি।
মাত্র একদিন আগেই মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তার আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে ২৯ গোল করে নিশ্চিত করে ফেলেছিলেন গোল্ডেন বুট। ম্যাচ শুরুর আগে লিগ কমিশনার ডন গারবার পুরস্কারটি তার হাতে তুলে দেন। আর পুরস্কার হাতে নিয়েই যেন আরও প্রাণ ফিরে পান মেসি— ম্যাচে তার উড়ন্ত হেডে গোল দিয়ে শুরু, শেষ পর্যন্ত করেন জোড়া গোল।
প্রথমার্ধে ১৯ মিনিটেই মেসি লুইস সুয়ারেজের ক্রস থেকে ডানদিকে শরীর ভাসিয়ে মাথা ছুঁইয়ে দেন বল, মায়ামি পায় লিড। ৬২ মিনিটে ইয়ান ফ্রে’র ক্রসে তাদেও আলেন্দে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ের ৯৬ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান মেসি। ন্যাশভিল গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি সহজেই জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
ন্যাশভিল অবশ্য যোগ করা সময়ের শেষ দিকে হানি মুখতারের গোলে ব্যবধান কমায়, তবে ম্যাচের ফল বদলায়নি। চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে মায়ামি নেয় ১২টি শট, এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যভেদ করে।
এক সপ্তাহের ব্যবধানে ন্যাশভিলের বিপক্ষে এটি মায়ামির দ্বিতীয় জয়। এর আগে লিগ পর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জয় পেয়েছিল দলটি। এবারও জয়ের ধারা ধরে রেখে ‘বেস্ট অব থ্রি’র প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম