স্পোর্টস ডেস্ক: জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ টিমকে ৩-০ গোলে হারিয়েছে কূটনীতিকদের দল।
এই প্রীতি ম্যাচে উপদেষ্টা দলের হয়ে মাঠে নামেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ অন্যান্যরা।
ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগের ম্যাচ এখানেই হয়েছিল, আমরা জিতেছিলাম। এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না। ওরাও (কূটনীতিকরা) আগের ম্যাচ হারার কারণে আজ সিরিয়াস ছিল।’
ক্রীড়া উপদেষ্টা এ সময় প্রতিপক্ষ দলের গঠন নিয়ে রসিকতা করে বলেন, ‘এবার তারা আমেরিকানদের আনেনি, কারণ ওরা ফুটবল পারেনা, ওরা সকার খেলে। এবার ইউরোপিয়ানরা ভালো খেলেছে।’
তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি পরের ম্যাচ আমরা জিতবো।’
রিপোর্টার্স২৪/ধ্রুব