রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর, আর শনিবার আল হাজেমকে ২-০ গোলে হারিয়ে রোনালদো ক্যারিয়ারের ৯৫০তম গোল স্পর্শ করেছেন। ম্যাচের ৮৮তম মিনিটে জালের কাছ থেকে বল পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা।
এর আগে ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের হেড গোলের মাধ্যমে আল নাসর এগিয়ে যায়। রোনালদোর এই গোল নিশ্চিত করেছে দলের টানা ষষ্ঠ জয়। এই জয়ে সৌদি লিগে তার মোট গোলসংখ্যা ৮০, আর আল নাসরের জার্সিতে গোলসংখ্যা এখন ১০৬।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দিয়েছিলেন এবং এরপর ধারাবাহিকভাবে চমক দেখাচ্ছেন। উল্লেখ্য, একদিন আগে লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ক্যারিয়ারের ৮৯১তম গোল করেছেন। রোনালদোর তুলনায় মেসি কম বয়সে এই রেকর্ড স্পর্শ করেছেন, তবে রোনালদোর স্থায়িত্বও চরম নজরকাড়া।
রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা (অফিসিয়াল):
স্পোর্টিং সিপি: ৫
ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫
রিয়াল মাদ্রিদ: ৪৫০
জুভেন্টাস: ১০১
আল নাসর: ১০৬
পর্তুগাল জাতীয় দল: ১৪৩
মোট: ৯৫০ গোল
রিপোর্টার্স২৪/ঝুম