রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যা হতে পারে। মাত্র ৩৫ বছর বয়সেই এভাবে জীবনাবসান ঘটল ভারতের এই প্রতিভাবান নারী অ্যাথলেটের, যিনি এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাধাগঞ্জের অর্জুন নগরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রোহিণীকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান তার বোন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেন, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে মা-বাবা কেউ উপস্থিত ছিলেন না।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোহিণীর বোন রোশনি জানিয়েছেন—বেসরকারি একটি মার্শাল আর্ট স্কুলে কোচিং করাতেন রোহিণী। সাম্প্রতিক সময়ে তিনি চাকরি–সংক্রান্ত চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন। শনিবার দিওয়াসে আসেন তিনি, পরদিন সকালে দীর্ঘক্ষণ কারও সঙ্গে ফোনে কথা বলেন এবং এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
রোশনি বলেন, চাকরি নিয়ে চিন্তায় ছিল ও। সহকর্মীদের বিরক্তি ও প্রিন্সিপালের আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।
রোহিণীর বাবা পুলিশকে জানান, পাঁচ ভাইবোনের মধ্যে রোহিণী ছিলেন সবার বড়। বিয়ের প্রস্তাব একাধিকবার প্রত্যাখ্যান করেছিলেন তিনি, কারণ তার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার। গত দুই বছর ধরে তিনি বিক্রম পুরস্কার পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মনোনীত হননি। মাত্র পাঁচ মাস আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।
২০০৭ সালে ক্যারিয়ার শুরু করেন রোহিণী কালাম। ২০১৫ সাল থেকে পেশাদার জুজুৎসু খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। তিনি হাংজু এশিয়ান গেমস-এ ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশ নেন। এছাড়া এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় করেন তিনি।
তার আকস্মিক মৃত্যুতে ভারতের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রিপোর্টার্স২৪/ঝুম