রিপোর্টার্স২৪ ডেস্ক : এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিতে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। আফগানিস্তানও প্রস্তাবে রাজি হয়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল। কিন্তু হঠাৎ করেই তারা সিদ্ধান্ত বদল করে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, একই দিনে ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও শেষমেশ বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।
তবে এখানেই থেমে নেই বাফুফে। তারা এখনো চেষ্টা করছে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের। এরই মধ্যে কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, নেপাল ইতোমধ্যেই প্রাথমিকভাবে সবুজ সংকেত দিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করেছিল নেপাল। দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ৬ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হয়, কিন্তু নেপালের অস্থির পরিস্থিতির কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচটি বাতিল করতে হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম