| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

  • আপডেট টাইম: 30-10-2025 ইং
  • 70272 বার পঠিত
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
ছবির ক্যাপশন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ এখনো ঘরোয়া লিগগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলেও, কিছুদিন আগে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।

সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে তিনি আর কোনো ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে ফেরার পথে নিয়মিত রিহ্যাবিলিটেশন সেশন চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী দুই-তিন দিনের মধ্যে বাড়িতে ফিরে যেতে পারবেন মাহমুদউল্লাহ। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ঘরোয়া ম্যাচগুলোতে ফিরবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪