| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুততম হাজার রানের রেকর্ডে তানজিদ তামিমের উজ্জ্বল কীর্তি

  • আপডেট টাইম: 31-10-2025 ইং
  • 60177 বার পঠিত
দ্রুততম হাজার রানের রেকর্ডে তানজিদ তামিমের উজ্জ্বল কীর্তি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: যেন সময়ের ব্যাপার ছিল মাত্র। রেকর্ডটা যে গড়বেন তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে কত দ্রুত গড়তে পারবেন তানজিদ হাসান তামিম সেটাই দেখার বাকি ছিল। জানানোর ক্ষেত্রে বাঁহাতি ব্যাটার সময় নিলেন না। আজ (৩১ অক্টোবর) সেই রেকর্ডটি নিজের করে নিলেন বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশের হয়ে আজ টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। মাত্র ৪২ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

আগের রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের, ৪৫ ইনিংস লেগেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সদস্যের।

আজকের ম্যাচে তানজিদের রেকর্ড গড়তে প্রয়োজন ছিল আরও ৩৩ রান, যা পূরণ করার পরই গড়ে ফেলেছেন এক অনন্য রেকর্ড।

এদিন শুধু রেকর্ডই নয়, ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক ফিফটি-যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম অর্ধশতক। ভাগ্যও ছিল তার পক্ষে, তিনবার জীবন পেয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকালেন ২৪ বছর বয়সী এই তরুণ ব্যাটার। 

তামিমের এই ইনিংস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪